ডিপিএলে শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো শেখ জামালের
- আপডেট সময় : ০৯:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ডিপিএলে শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো শেখ জামালের। সুপার লিগের তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে ৮ উইকেটে হেরেছে ধানমন্ডির জায়ান্টরা। সাভারে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩২ রানে তোলে শেখ জামাল।
ইমরুল-মুশফিকদের ব্যর্থতার দিনে ৭১ রান করেন নুরুল হাসান সোহান। ৪৭ রান আসে মেহেদি মিরাজের ব্যাট থেকে। জবাবে তামিম ইকবালের ৯০ আর এনামুল ও শাহাদাত দিপুর সমান ৫২ রানে সহজ জয় পায় প্রাইম ব্যাংক। এদিকে, মাশরাফি-সাকিবদের লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮১ রানে হারিয়ে লিগ জমিয়ে তুলেছে আবাহনী। আকাশীল নীলদের দেয়া ২৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৮ রানে অলআউট হয় রূপগঞ্জ। এদিকে, সুপার লিগের অন্য ম্যাচ জিতেছে রূপগঞ্জ টাইগার্স। গাজী গ্রুপকে ৮৪ রানে হারিয়েছে তারা। ২২ পয়েন্ট নিয়ে সবার উপরে শেখ জামাল। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার পরের স্থানে প্রাইম ব্যাংক ও আবাহনী।