ডিপিএল সুপার লিগের তৃতীয় ম্যাচ কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ডিপিএল সুপার লিগের তৃতীয় ম্যাচ কাল। যথারীতি রয়েছে তিন ম্যাচ। মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবে আবাহনী। বিএকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়বে শেখ জামাল।
আর রূপগঞ্জ টাইগার্সের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। গ্রুপ পর্বে দাপট দেখালেও সুপার লিগে ছন্দ হারিয়েছে প্রাইম ব্যাংক। শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরেছে তারা। শিরোপা জেতার সমীকরণ কঠিন হলেও আপতত উড়তে থাকা শেখ জামালকে মাটিতে নামাতে চায় প্রাইম ব্যাংক। অন্যদিকে, শিরোপার রেসে সবার ধরাছোঁয়ার বাইরে ধানমন্ডির জায়ান্টরা। সুপার লিগের দুই ম্যাচেই জিতেছে তারা। ১২ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শেখ জামাল। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার পরের স্থানে প্রাইম ব্যাংক ও আবাহনী।