ডিপোতে কেমিক্যালের আরো ৪ কন্টেইনারের সন্ধান
- আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের বিএম ডিপোতে কেমিক্যাল ভর্তি আরো চারটি কন্টেইনারের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। একারণে ডিপোর ভেতর থেকে সবাইকে বের করে দিয়ে, বাড়তি সতর্কতা নিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে তারা। ঘটনাস্থল পরিদর্শনে করে, নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, এমন ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমুর্তি নষ্টের পাশাপাশি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে কেউ জড়িত থাকলে, কিংবা কারো গাফিলতি প্রমাণ হলে আইনের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিস্ফোরনের পর এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবহিনীকে সংযুক্ত করে তিন দিন পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
এরইমম্যে নতুন শঙ্কার কথা জানানো সেনাবাহিনী। ডিপোর ভেতরে আরো চারটি কন্টেইনারে রাসায়নিকের অস্তিত্ব মিলেছে। তবে তার ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঝুঁকি এড়াতে ইয়ার্ডের ভেতর থেকে সাধারণ মানুষ বের করে দেয়া হয়েছে।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে ভয়াবহ দুর্ঘটনার কারনে রপ্তানী বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা জানান নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আর হতাহতদের পাশে থাকার ঘোষণা দেন ত্রাণ প্রতিমন্ত্রী।
বিস্ফোরণে আহত ও দগ্ধদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় কারো গাফিলতি থাকলে, ছাড় দেয়া হবে না।
শনিবার রাত সোয়া ৯টায় সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর হাইড্রোজেন পার অক্সাইড নামের একটি রাসায়নিকভর্তি কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে পরে, জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।