ডিবি পুলিশ পরিচয়ে নগদ সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ডিবি পুলিশ পরিচয়ে তিনজনের কাছ থেকে নগদ সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
ভোরে ঢাকা ও গাজীপুর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ দেড় লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ছিনতাইকারী চক্রটি কুমিল্লার মুরাদনগর, দাউদকান্দির গৌরীপুর ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ২২ লাখ টাকা ছিনিয়ে আনে। আটককৃতরা হলো- শেরপুর জেলার মোহাম্মদ সুমন মিয়া, জয়পুরহাটের মোহাম্মদ আপেল ও যশোর জেলার মোহাম্মদ মনির এবং গাড়ীচালক ভোলার মোহাম্মদ ইউছুফ।