ডিম ও আলুর দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমদানি চলবে : কান্তি ঘোষ
- আপডেট সময় : ০৭:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে রাজধানীতে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ বিক্রি করা হবে। দুপুরে সচিবালয়ে দেশের বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ডিম ও আলুর দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমদানি চলবে। পাশাপাশি সরকার নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে কি-না তা কঠোরভাবে মনিটরিং করা হবে।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আলু-ডিম আমদানি চলবে জানিয়ে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য বাজারদর নিয়ন্ত্রণ করা।
বাজারদর বাড়ায় ভোক্তাদের স্বস্তি দিতে, ফ্যামিলি কার্ডের বাইরে মঙ্গলবার থেকে ঢাকায় চারটি নিত্যপণ্য ট্রাকে বিক্রি করা হবে। প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা, প্রতিকেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, আর চিনি সরবরাহের ভিত্তিতে বিক্রি হবে। কোল্ড স্টোরেজে সরকার নির্ধারিত ২৭ টাকায় আর খুচরা বাজারে ৩৬ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে কিনা- তা মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসন সরাসরি তদারকি করবে বলেও জানান তপন কান্তি ঘোষ।