ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হারাবে আ’লীগ, জানুয়ারির মধ্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : দুদু
- আপডেট সময় : ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হারাবে আওয়ামী লীগ, আর জানুয়ারির মধ্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এরমধ্যে চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে, তার দায় সরকারকেই নিতে হবে। দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে হত্যা করতে চায় বলে অভিযোগ করেন চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। আর, সরকার পতনের একদফা দাবিতে শনিবার ঢাকা মহানগরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি চায় না বিএনপি। তাই আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের পাশাপাশি খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম।
সট: আব্দুস সালাম, চেয়ারপার্সন উপদেষ্টা একইদাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।
অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এদিকে..নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে শনিবার ঢাকায় গণমিছিলের নতুন কর্মসূচী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।