ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে না চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক হারুনুর রশিদ। সার্বিক বিবেচনায় অন্তত ৯৩ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
সকালে টানেলের সবশেষ অবস্থা জানাতে প্রেস ব্রিফিং করেন তিনি। প্রকল্প পরিচালক জানান, ড্রেনেজ সিস্টেম আর ইলেক্ট্রো ম্যাকানিক্যাল ওয়ার্কের কাজ শেষ হতে জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। এরপর ট্রায়াল রানে সবকিছু ঠিক থাকলেই জনসাধারণের ব্যবহার উপযোগী ঘোষণা করে সরকারকে জানানো হবে। একইসাথে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন শেষে ৩’শ কোটি টাকা ব্যয় বাড়ার আশংকার কথাও জানান তিনি।