ডিসেম্বরে- মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের ইতিহাস শুরু হয় আজকের এই দিনে
- আপডেট সময় : ০৩:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিজয়ের মাস ডিসেম্বরে- মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের ইতিহাস শুরু হয় আজকের এই দিনে। পদে পদে মুক্তিবাহিনীর হামলায় পাকিস্তানি হানাদাররা দিশেহারা হয়ে পড়ে। আর বিজয়ের বেশে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন মুক্তিযোদ্ধারা। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জে. জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ঘোষিত হয় বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড।
একাত্তরের এই দিনে….. মধ্যরাত থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের শুরু। এইদিনে বাঙালির সশস্ত্রবাহিনীর সঙ্গে একত্র হয়ে যুদ্ধ করার ঘোষণা দেন ভারতীয় সশস্ত্রবাহিনী র সদস্যরা
৩ ডিসেম্বর এই দিনে যশোর কুষ্টিয়া ও দিনাজপুর জেলার আরো কয়েকটি থানা মুক্তিবাহিনী দখলে নেয়। একই দিনে কলকাতার জনসভায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাষণ দেন। ঠিক সে সময়ই দেশটির বিমানবাহিনীর স্থাপনা ও রাডার স্টেশনগুলোতে বিমান হামলা চালায় পাকিস্তান। ভারতে জারি হয় জরুরি আইন।
নিজেদের হামলার প্রতিশোধ নিতেই পূর্ণাঙ্গ লড়াইয়ের শুরু গভীর রাতে। চতুর্দিক থেকে দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ শুরু করে ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনী। এই অ্যাম্বুশে ভারতের সঙ্গে যোগ দেন বাংলাদেশের মুক্তিবাহিনী।
ইতিহাস বলছে, ইন্দিরা গান্ধীর দুরদর্শি সিদ্ধান্তে…. পিছু হটতে বাধ্য করে পাকিস্তান হানাদার বাহিনীকে।
স্মৃতিচারণে তারা জানান, বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়েই নিজ মাটিকে শত্রুমুক্ত করতে আর স্বাধীন ভূখণ্ডের প্রত্যাশায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লাখো বাঙ্গালি।
স্বাধীন মাতৃভূমির স্বাদ পেতে কোটি বাঙ্গালীর স্বপূরণে অদম্য সাহস নিয়ে যুদ্ধে গিয়েছিলো দেশের সূর্য সন্তানরা। তাদের ত্যাগ ও মহিমার বিনিময়ে অর্জিত …..এই স্বাধীন বাংলা।