ডিসেম্বর বাঙালির ইতিহাসের এক স্মৃতি বিজড়িত মাস
- আপডেট সময় : ০১:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ডিসেম্বর- বাঙালির ইতিহাসের এক স্মৃতি বিজড়িত মাস। যে মাস এলে লাখো বাঙ্গালীর হৃদয়ে স্পন্দন জাগে। বিজয়ের এই মাসে শিহরিত হয়ে ওঠে মন।
পহেলা ডিসেম্বর। উন্নিশো একাত্তোর। রক্তক্ষয়ী যুদ্ধের পূর্ন যৌবনের একেবারে দ্বার প্রান্তে। বাংলার লড়াকু বীর সৈনিকদের হাতে একে একে পরাস্ত হতে থাকে পাকবাহিনীর সদস্যরা। এই দিন সিলেটের কানাইঘাট, কুষ্টিয়ার দর্শনা ও সিলেটের শমসের নগর, মুন্সীগঞ্জ ও আলমডাঙ্গা রেলস্টেশনে মুক্তিবাহিনীর সাথে শুরু হয় তুমুল যুদ্ধ। একিই সাথে কুমিল্লার কসবা, সিলেটের ছাতক শহরে মুক্তিবাহিনী ও পাকসেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। এতে নিহত হয় শত শত স্বাধীনতা বিরোধী।
এদিন রাতে শত্রুমুক্ত হয় সিলেট, রংপুর, দিনাজপুর, খুলনা, রাজশাহী ও যশোর জেলার ৬২টি থানা এবং নোয়াখালী জেলার সব চর এলাকা। এদিকে, ভারতীয় সেনাবাহিনী পশ্চিম ফ্রন্টে আক্রমণাত্মক ও পূর্ব ফ্রন্টে ঝটিকা আক্রমণ চালিয়ে বাংলাদেশকে হানাদার বাহিনী মুক্ত করার পরিকল্পনা নেয়। এইদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশ ছাড়ার আহ্বান জানান।
সেই ইতিহাসের একজন স্বাক্ষী মুক্তিযুদ্ধা কমান্ডার মো আব্দুর রহমান খান। কলেজের দ্বিতীয় বর্ষে পড়াকালিন সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সেই স্মৃতি স্মরণ করতে গিয়ে এই মহাবীর বলেন, ৫০ বছেরর পদার্পনে বাংলাদেশ আজ সফল একটি দেশে পরিণত হয়েছে। রনাঙ্গানের এই সৈনিক আরো বলেন, দেশ মাতৃকার জন্য তার এই ত্যাগ বঙ্গকন্যার হাত ধরে পূর্নাঙ্গ সফলতা পেয়েছে।