ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ
- আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে বেড়েই চলেছে মৃত্যর সংখ্যা। হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগী। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না নিলে, রক্তের জলীয় বাষ্প লিকেজ হয়ে, শক সিন্ড্রোমে ঘটতে পারে মৃত্যু। এজন্য উপসর্গ দেখা দিলেই, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্লাটিলেট কমলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রক্তচাপ কমাটাই বেশি ঝুকিপূর্ণ বলেও জানান তারা।
রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই আসছে নতুন রোগী। শরীর ও মাথা ব্যাথা, পেট ব্যাথা, বমিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তারা।
বেশীর ভাগ রোগী এসেছে মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি এলাকা থেকে। নগরীর এসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের মাত্রা বেশী। রোগী ও তাদের স্বজনরা, মশা নিয়ন্ত্রনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতার অভিযোগ করেন।
সোহরাওয়ার্দি হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বলেন, রক্তের প্লাটিলেট কমে গেলেও ভয়ের কিছু নেই। বরং রক্তচাপ কমে যাওয়াটাই সবচেয়ে ভয়ংকর উপসর্গ।
উপসর্গ দেখা দিলেই, ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেয়ার পাশাপাশি তরল ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি।
চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন ডা: রফিকুল ইসলাম।