ফরিদপুরে থামছেনা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, বেড়ে চলেছে মৃত্যুর মিছিল
- আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের সাথে যেন পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। গত ১সপ্তাহে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে ১৭জন আর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২হাজার ডেঙ্গু রোগী। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫জন। ডেঙ্গু প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সকল কার্যক্রম চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
ফরিদপুরে কোনভাবেই যেন থামছেনা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালসহ সরকারী-বেসরকারী সকল হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গু রোগী। ফলে শয্যার চেয়ে কয়েকগুন ডেঙ্গু রোগী প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়ায় দেখা দিয়েছে শয্যা শংকট।
হাসপাতালে শয্যা সংকটের পাশাপাশি তীব্র গরমে অনেকটাই অসুস্থ্য হয়ে পরছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা। তবে ডেঙ্গু রোগীদের সর্বচ্চ্য সেবা দিয়ে সূস্থ্য করতে দিনরাত করে যাচ্ছেন নার্সরা।
(ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, YouTube, Threads এবং Instagram পেজ)
ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজ, মসজিদসহ বিভিন্ন স্থানে প্রচারনা চালিয়ে এ সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন জেলা প্রশাসক।
গেল ১সপ্তাহের ব্যবধানে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২হাজার ডেঙ্গু রোগী। ফলে রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা।
জেলায় এবছর ১০হাজার ৪শ ২০জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯হাজার ৫শ ৮৮জন। আর মৃত্যু বরন করেছেন ৪৫ জন ডেঙ্গু রোগী।