তৃতীয় ট্রায়াল শেষে নিরাপদ প্রমানিত হলে ডেঙ্গু ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে : জাহিদ মালেক
- আপডেট সময় : ০৮:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
তৃতীয় ট্রায়াল শেষে নিরাপদ প্রমানিত হলে ডেঙ্গু ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর মহাখালির ‘নিপসম’ অডিটোরিয়ামে ‘হিউম্যান পাপিলোমা ভাইরাস-এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পরীক্ষামূলকভাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এক ডোজ এইচপিভি টিকা নিন,জরায়ু ক্যানসার রুখে দিন, প্রতিপাদ্য নিয়ে রাজধানীর মহাখালির ‘নিপসম’ অডিটোরিয়ামে ছয় কিশোরিকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় এইচপিভি টিকাদান কর্মসূচি।
আগামী ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১০ থেকে ১৪ বছরের সব কিশোরিদের জন্য ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনে এই ক্যাম্পেইন শুরু হবে।
করোনার ভ্যাক্সিনের পর পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এইচপিভি ভ্যাকসিন দেশের স্বাস্থ্য সেবায় আরো একটি মাইলফলক বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ডেঙ্গু ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর চারটি ধরন প্রতিরোধী টিকার তৃতীয় ট্রায়ালের পর তা চুড়ান্ত করা হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রনে পর্যাপ্ত স্যালাইন আমদানির উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।