ডেনমার্কে লকডাউন এবং ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট চালুর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে শত শত মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ডেনমার্কের কোপেনহেগেনে করোনায় লকডাউন এবং ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট চালুর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে শত শত মানুষ।
দেশটির পার্লামেন্ট ভবনের সামনে শনিবার রাত থেকে অবস্থান নিয়েছে তারা। তাদের দাবি ডেনমার্কে সর্বত্র ভ্যাক্সিন জরুরি নয়। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১৭ জন মানুষ। এদিকে, বিশ্বে গত এক দিনে করোনায় ১১ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় তিন হাজার মানুষ।