ডেল্টা আর ওমিক্রনের সমন্বিত সংক্রমণে দেশ সয়লাব
- আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ডেল্টা আর ওমিক্রনের সমন্বিত সংক্রমণে দেশ সয়লাব। সংক্রমণ রোধে সরকারের দেয়া পদক্ষেপ মাঠপর্যায়ে যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। ফলে কোন প্রস্তুতিই কাজে আসছে না। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও দু-এক দিনের মধ্যে শনাক্তের আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে
এতে সার্বিকভাবে করোনা নিয়ন্ত্রণ ক্রমেই চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, আরও দু-এক সপ্তাহ এই সংক্রমণ বাড়তে পারে। এরপরে এক সপ্তাহ সমান্তরাল থেকে তারপরে নিম্নমুখী হবে করোনার প্রভাব। বিশেষজ্ঞদের মতে, নমুনা পরীক্ষা বাড়ানো গেলে আক্রান্ত ও শনাক্তের হার আরও বাড়বে।১০ জনের পরীক্ষা করে একজন পাওয়া যাবে এমন পরিস্থিতি তৈরি করতে হবে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। চিকিৎসা সুবিধা বাড়াতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৫২৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। এ সময় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুনসহ দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৩১ হাজার ৫২৪। তার মধ্যে ২৮ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে।