ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টে একযোগে রেকর্ড সংখ্যক সংক্রমণ হতে পারে
- আপডেট সময় : ০১:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টে একযোগে রেকর্ড সংখ্যক সংক্রমণ হতে পারে। আছড়ে পড়তে পারে সুনামির মতো। ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। এমন ভয়াবহ আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডিসেম্বরের শেষ সপ্তাহে, বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। ওমিক্রন ও ডেল্টা ধরনের জেরে হাসপাতালে ভর্তির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে হু হু করে। গেলো ২২ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন গড়ে ৯ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। এ সময়ের মধ্যে, সাড়ে ৬৫ লাখ মানুষের শনাক্ত হয় সংক্রমণ। ২০২০ সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারি ঘোষণা করার পর এটাই সর্বোচ্চ। বার্তা সংস্থা- এফপি’র এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক হিসাবের ভিত্তিতে এ পরিসংখ্যান দিয়েছে গণমাধ্যমটি।