ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান।
বাগদাদে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যায় পরিচালিত ড্রোন হামলায় জড়িত উল্লেখ করে ট্রাম্পসহ আরও ৩০জনকে আটকের জন্য তেহরানের পক্ষ থেকে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে । ইরানের প্রসিকিউটর আলি আল কাসিমের বলেন, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালানো হবে। তেহরানের পক্ষ থেকে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ করা হয়েছে। এটিই ইন্টারপোলের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ অনুরোধ। অনুরোধ পাওয়ার পর ইন্টারপোল কমিটি বৈঠকে বসলেও ফ্রান্সের লিওন থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।