ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসুচী পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ধর্মঘট ও অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসুচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল থেকে দ্বিতীয় দিনের মত দুর্নীতির বিরুদ্ধে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। এ কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেয়া থেকে বিরত রয়েছেন। এছাড়া নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে ১ কোটি টাকা দেওয়ার অভিযোগে গত কয়েকমাস ধরে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে শিক্ষক ও শিক্ষার্থীরা।