ঢাকসু ভবনে হামলায় আহতদের সবার অবস্থা স্থিতিশীল

- আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঢাকসু ভবনে হামলায় আহতদের সবার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। আহত ডাকসুর ভিপি নুরুল হক নুর ও অপর আহত ফারুককে বৃহস্পতিবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে দুপুরে এক সংবাদ সম্মেলনে পরিচালক বলেন, হাসপাতালে এখন মোট আটজন ভর্তি আছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল। আমীনুর নামের একজনের কিডনিতে সমস্যা ছিলো। তিনি একজন নেফ্রোলজি বিভাগের অধীনে রয়েছেন।তবে, হামলায় আহতদের চিকিৎসায় লুকোচুরি করা হচ্ছে এমন অভিযোগের বিষয়ে পরিচালক বলেন, ঢাকা মেডিকেলের সবচাইতে বড় মেডিক্যাল বোর্ড এটাই। এতো বিশেষজ্ঞ থাকার পরও লুকোচুরির কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহতদের চিকিৎসায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।