ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য করতে একটি বিশেষ পরিকল্পনা ও ন্যাশনাল ডাটাব্যাংক তৈরি হবে
- আপডেট সময় : ০৭:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ঢাকা নগরীকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রুপান্তরিত করতে একটি বিশেষ পরিকল্পনা ও ন্যাশনাল ডাটাব্যাংক তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নেতৃবৃন্দের সাথে ডিটেইল্ড এরিয়া প্ল্যান- ড্যাপ নিয়ে আলোচনা সভায় একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, নগর স্থপতি এবং নগর পরিকল্পনাবিদদের মতামত নিয়ে সমন্বিত উদ্যোগে গৃহীত এই বিশেষ পরিকল্পনা ও ন্যাশনাল ডাটাব্যাংক ড্যাপের গাইড লাইন হিসেবে কাজ করবে। ড্যাপ বাস্তবায়ন করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, রাজধানীতে যেসব ভবন আছে এবং পরবর্তীতে যে ভবন নির্মাণ করা হবে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে রাস্তা রাখতে হবে। মন্ত্রী জানান, ঢাকা শহরে যে সব খাল রয়েছে সেগুলোকে পরিকল্পিতভাবে হাতিরঝিলের সাথে সংযোগ তৈরি করে ওয়াটার ট্রান্সপোর্ট এবং দুই পাশে ওয়াকওয়ে চালু করার পরিকল্পনা নিয়ে দুটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে আছে।