ঢাকাকে সুরক্ষিত রাখতে পার্শ্ববর্তী সাত জেলায় কাল থেকে কঠোর বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে এর পার্শ্ববর্তী সাত জেলায় কাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠকশেষে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নতুন বিধিনিষেধ আরোপের কথা জানান।
সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেব চিহ্নিত করা হয়েছে নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলাকে। এসব জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিধিনিষেধ চলাকালে এসব এলাকায় বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।