ঢাকার করোনা হাসপাতালগুলোতে আবার বাড়ছে রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতাল গুলোতে আবার বাড়ছে রোগীর সংখ্যা। তবে, রোগীর চাপ থাকলেও এবার তেমন চাহিদা নেই অক্সিজেন কিংবা আইসিইউ বেডের। এদিকে, অমিক্রন সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ, ছুয়েছে সংক্রমণরে সর্বোচ্চ রেকর্ড। দিন যতো যাচ্ছে বাড়ছে রোগীর চাপ। সেইসাথে বাড়ছে আইসিইউ রোগীর সংখ্যাও। তবে, চাপ থাকলেও রাজধানীর হাসপাতালে সংকট নেই অক্সিজেন সাপ্লাই ও আইসিইউ বেড-এর।
বছরের শুরুতে ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তির হার শূন্যের কোটায় থাকলেও গত ২৪ ঘন্টায় তা বেড়ে দাড়িয়েছে ৫৬ জনে। হাসপাতালটির পরিচালক জানান, জটিলতা নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ রোগীই বয়স্ক, অধিকাংশই করোনার ভ্যাকসিন নেননি ।
সটঃ ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ।
অমিক্রণের সংক্রমণে উদ্বেগ ছড়ালেও রাজধাসনীসহ সারাদেশের আইসিইউ বেডের সিংহভাগ ফাঁকা। তথ্য বলছে, শুধু ঢাকার ৮৪৫ আইসিইউ বেডের ৭৬ শতাংশেই খালি পড়ে আছে। চট্টগ্রামে ফাঁকা রয়েছে শতকরা ৬৮ ভাগ। এছাড়া সিলেটে ৬০ ভাগ, খুলনায় ৬৮ ভাগ, বরিশালে ৯৮ ভাগ, রংপুরে ৭৬ ভাগ, রাজশাহীতে ৭১ ভাগ এবং ময়মনসিংহে ৮২ ভাগ।
অমিক্রনের সংক্রমণ বৃদ্ধিতে আতংঙ্কিত না হয়ে স্বাস্থবিধি মানার পাশাপাশি ভ্যাকিসন নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞেদর।
সটঃ ডাঃ ঈশিতা বিশ্বাস, সহকারী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণের আঘাত কিছুটা দুর্বল হওয়ায়, স্বাস্থ্যবধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখানোর পরামর্শ বিশেষজ্ঞদের।