ঢাকার বসিলায় চারতলা বাসা থেকে জিএমবি’র শীর্ষ এক নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
প্রায় ৬ ঘন্টার অভিযান শেষে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় চারতলা বাসা থেকে জিএমবির শীর্ষ এক নেতাকে গ্রেপ্তার করেছে রেব। তার কাছ থেকে, পিস্তল, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট ও বেশকিছু নগদ টাকা উদ্ধারের দাবি করা হয়েছে। রেব জানায়, ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে চার জঙ্গি আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এদিকে ঢাকার গাবতলি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, প্রাইভেটকার ও পুলিশী সরঞ্জামসহ ৪ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে ঢাকার বসিলায় সন্দেহজনক এই বাড়ি ঘেরাও করে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- রেব। রেবের কাছে খবর ছিলো চারতলা এই ভবনে জঙ্গীরা অবস্থান করছে।
সিটি হাউজিং নামের এই আবাসিক এলাকায় অভিযানের সময় যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেজন্য বার বার মাইকিং করে জঙ্গীদের নীচে নেমে আসতে বলা হয়। শেষ পর্যন্ত ছয়ঘন্টা পর উজ্জ্বল মাষ্টার নামে একজনকে বাসা থেকে বের করে আনে রেব। পরে রেবের ফরেনসিক টিম ভবনটিতে প্রবেশ করে গুলি, পিস্তল এবং বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধারের কথা জানায়।
এদিকে, বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, ঢাকা মহনগরীর বিভিন্ন জায়গায় ও ঢাকার আশপাশের জেলায় প্রাইভেটকারে করে ডাকাতি করা ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে পিস্তল এবং গুলিসহ বিভিন্ন পুলিশী সরঞ্জাম উদ্ধার করা হয়।
অপরদিকে আরেকটি ডাকাতি মামলায় সিআইডির এসআই আকসাদুদকে গ্রেফতার করা হয় বলে জানান, গোয়েন্দা পুলিশ প্রধান।