ঢাকার বাজারে শুক্রবার ছুটির দিনে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি
- আপডেট সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার বাজারে শুক্রবার ছুটির দিনে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ব্রয়লার মুরগীর দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি। আর ডিমের হালিতে ৫ টাকা বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১শ’ টাকা। ওদিকে, যথেষ্ট সরবরাহ থাকার পরও করোনার অজুহাতে মাছের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহে চালের দাম উর্দ্ধমুখী হবার পর এ সপ্তায় চালের বাজার কিছুটা স্থিতিশীল। আগের মতোই রয়েছে মুদিপণ্যের দাম।
করোনা ভাইরাসের কারণে ঢাকার বাজারগুলোতে চাহিদা ও ক্রেতার উপস্থিতি কমলেও কাঁচা বাজারে সহ সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতাদের দাবি- করোনা ভাইরাস ও বৃষ্টির কারণে আমদানি কমায় বেড়েছে দাম।
বাজারে চাষের মাছের সরবরাহ প্রচুর। কিন্ত নানা অজুহাতে রুই-কাতলাসহ সব ধরনের মাছই কেজিপ্রতি ৫০ থেকে ১শ’ টাকা পর্যন্ত বেশী নিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে মাংসের বাজারে গরু-খাসি বেঁধে দেয়া দামে বিক্রি হলেও বেড়েছে ব্রয়লার মুরগীর দাম। বাজেট ঘোষণার পর চালের বাজার উর্ধমুখী হয়ে এখন স্থিতিশীল রয়েছে। ডাল-চিনিসহ অন্যান্য মুদিপণ্যও বিক্রি হচ্ছে আগের দামে।