ঢাকার সড়ক সংস্কারে নেই কোনো স্থায়ী সমাধান
- আপডেট সময় : ০৯:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৬২৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার সড়ক সংস্কারে নেই কোনো স্থায়ী সমাধান। ঠিকাদার ও প্রকৌশলীদের স্বার্থে সারাবছর লেগে থাকে খোঁড়াখুঁড়ি। পদে পদে বৈষম্য আর বিত্তশালীদের প্রভাব বিস্তারের অভিযোগ সামাজিক সংগঠন– ন্যায্য নগর ইশতেহারের। পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন করে নাগরিক সেবা নিশ্চিত করতে, স্থায়ী নীতিমালা প্রণয়ণের ওপর জোর দেন বক্তারা। রাজধানীর পিআইবি মিলনায়তনে দু’দিন ব্যাপী সেমিনারের প্রথম দিনে এসব কথা বলেন আলোচকরা।
যানজট আর নানা ভোগান্তির শহর ঢাকা। নগরের বিভিন্ন সড়কের ফুটপাত দখল আর গাড়ির হর্ন দুর্বিষহ করে তুলেছে জীবনযাত্রা।
চরম অব্যবস্থাপনায় দূষিত শহরের শীর্ষে উঠে এসেছে ঢাকা। ঘনবসতিপূর্ণ এলাকার তালিকায় প্রথম স্থান দখল করেছে আরও অনেক আগেই। দীর্ঘদিনেও এই পরিস্থিতির কোনো উন্নতি নেই, বরং যোগ হয়েছে নানা সমস্যা।
রাজধানীর পিআইবি মিলনায়তনে দু’দিন ব্যাপী সেমিনারের আয়োজন করেছে ন্যায্য নগর ইশতেহার।
তরুণ রাজনৈতিক দলগুলোর বক্তব্য ফুটে ওঠে পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন করতে হলে, সঠিক নীতিমালা ও বৈষম্য দূর করতে হবে।
সাংবাদিক ও লেখকরাও দাবি করে বলেন, সবচেয়ে বৈষম্য চলে ঢাকা শহরে। এখানে নিউইয়র্কের মতো খরচ বেড়েই চলছে।
ঢাকাকে বাসযোগ্য শহরে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবে এমনটাই আশা সংশ্লিষ্টদের।