ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী
- আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি রাজধানী ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী। সকাল থেকে নগরীর প্রতিটি রাস্তার মোড় ও প্রবেশ মুখে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাইরে আসা মানুষদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় জরুরি প্রয়োজনের গাড়িগুলো ছেড়ে দেয়া হলেও, অপ্রয়োজনে বের হওয়া গাড়ির বিরুদ্ধে নেয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। করোনা সংক্রমণ রোধে পুলিশের পাশাপাশি সচেতনতামূলক মাইকিংয়ের সাথে টহল জোরদার করেছে সেনাবাহিনী।
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিদিনই বাড়ছে। তাই এটি কমানো ও সামাজিকভাবে ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে এবং নির্দিষ্ট কিছু সেবা প্রতিষ্ঠান ও দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।
নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলতে বাধ্য করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল জোরদার করে সেনাবাহিনী। ঢাকায় প্রবেশে ও অপ্রয়োজনে ঘরের বাইরে আসাদের নিরুৎসাহিত করতে চেকপোষ্ট বসিয়ে কার্যক্রম চালায় সেনা সদস্যরা।
জরুরি প্রয়োজনে বাইরে আসা নগরবাসীকেও পড়তে হয় পুলিশের তল্লাশি চৌকিতে।জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় কাজের স্বপক্ষে প্রমাণ দিতে পারলে মিলছে ছাড়। আর না দিতে পারলে গাড়ি ঘুরিয়ে দেয়ার পাশাপাশি নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
ঢাকায় প্রবেশ ও বাইরে যাওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানে পুলিশ। গন্তব্যে রওয়ানা দিয়ে পড়তে হচ্ছে পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে। উত্তারার আবদুল্লাহপুর ছাড়াও বাবু বাজার, পোস্তগোলা, শনির আখড়া, ডেমরা, গাবতলী এবং বছিলা ব্রিজের কাছে ব্যারিকেড বসিয়ে অহেতুক আসা-যাওয়া ঠেকাতে তৎপর পুলিশ।