ঢাকায় বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন গাইড লাইন তৈরির নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ঢাকায় কী কারণে বায়ুদূষণ হচ্ছে এবং দূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেসব বিষয়ে একটি গাইড লাইন তৈরি করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে পরিবেশ সচিবের নেতৃত্বে ওই কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে । মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদেশে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, দুই সিটির প্রধান প্রকৌশলী, ওয়াসা ও বিআরটিএ’র প্রতিনিধি ও বুয়েটের একজন প্রতিনিধিকে নিয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের সব অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও অবৈধ ইটভাটা বন্ধ করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলেছে উচ্চ আদালত।