ঢাকায় শুরু না হলেও দেশের বিভিন্ন এলাকায় চিহ্নিত রেডজোনে চলছে কঠোর লকডাউন
- আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঢাকায় এখনো শুরু না হলেও চট্টগ্রাম, কুষ্টিয়া, মাদারীপুর, মৌলভীবাজার ও যশোরের বিভিন্ন এলাকায় চিহ্নিত রেডজোনে চলছে কঠোর লকডাউন।
কুষ্টিয়া পৌরসভার ৮টি ওয়ার্ড, সদর উপজেলার একটি ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার ৭টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নে লকডাউন চলছে। ভোর ৫টা থেকে শুরু হয়েছে ২১ দিনের এই লকডাউন।
মাদারীপুর জেলার ২২টি ইউনিয়ন ও চার পৌরসভার ২১টি ওয়ার্ডের রেডজোনকে সকাল ৬টা থেকে লকডাউন করা হয়েছে। এসব এলাকায় চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়ার উপজেলার ১০টি পয়েন্টে রেডজোন ঘোষণার পর দ্বিতীয় দিনের লকডাউন চলছে। গতকাল ১৭ জুন বুধবার দুপুর ১২টার পর থেকে রেড জোনের আওতাধীন ১০টি পয়েন্টে পুরোপুরি লকডাউন করে স্থানীয় প্রশাসন।
যশোরের ১১টি পৌরসভা ও ২টি উপজেলার ৩টি ইউনিয়নের ১৭ রেডজোনে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। তবে লকডাউন ভেঙে মানুষ ইচ্ছা-খুশি ওইসব এলাকায় চলফেরা করছে।
মানিকগঞ্জ সদরসহ তিনটি উপজেলার ৭টি রেডজোনে ৩য় দিনের মতো চলছে লকডাউন।