ঢাকা কলেজ বন্ধ ঘোষণা : শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ
- আপডেট সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
দিনভর নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদের রক্তক্ষয়ী সংঘর্ষে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয় অর্ধশত। ঢাকা কলেজের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। বন্ধ হয়ে যায় নিউ মার্কেট ও আশপাশের বিপনী বিতান। সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। দীর্ঘসময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকলেও, শেষ বিকেলে অ্যাকশনে নামে তারা। রাবার বুলেট ও টিয়ার শেল মেরে দ্রুত সড়কের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। দ্রুত বদলে যায় পুরো দৃশ্যপট। উদ্ভুত পরিস্থিতিতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ৫ মে পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। তবে, এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে ছাত্ররা।
ইট বৃষ্টি এবং দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয় রাজধানীর নীলক্ষেত-নিউমার্কেটসহ ঢাকা কলেজ ও আশপাশের এলাকা।
সোমবার রাতের সংঘর্ষের জেরে, মঙ্গলবার সকালে নীলক্ষেত মোড়ে ব্যবসায়ীরা অবস্থান নেয়। ঢাকা কলেজ ও সাইন্সল্যাব এলাকায় পাল্টা অবস্থান নেয় শিক্ষার্থীরা। সড়কে টায়ার জ্বালিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে দু’পক্ষ।
মারমুখী পরিস্থিতিতে মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাটও বন্ধ করে ফেলে সবাই।
এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
সংঘর্ষ শুরু হওয়ার দীর্ঘ সময় পরও, পুলিশ অনুপস্থিত ছিল পুরো এলাকায়। প্রায় ৫ ঘন্টা পর অ্যাকশনে নামে তারা। দ্রুত বদলে যেতে থাকে দৃশ্যপট।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সক্রিয় ছিল বলে জানায় পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে, ক্যাম্পাস ছাড়তে অস্বীকৃতি জানায়, শিক্ষার্থীরা।