ঢাকা ক্লাব ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি
- আপডেট সময় : ০৮:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ঢাকা ক্লাব ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যচুক্তি হয়েছে। সিনিয়র সিটিজেন মেডিকেল রিসোর্ট অবসর বিষয়ে এক মতবিনিময় সভাও হয়।
ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সিইও প্রণব কুমার ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.আশীষ কুমার চক্রবতী স্বাস্থ্যচুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন। এসময় প্রণব কুমার বলেন, এ চুক্তির আওতায় ঢাকা ক্লাবের সকল কর্মকতা কর্মচারী ও তাদের পরিবারবর্গ ইউনিভার্সেল হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা নিতে পারবেন।এছাড়া শ্রীমঙ্গলে অবসর প্রকল্পটি বাংলাদেশে প্রথম সিনিয়র সিটিজেন অবসর মেডিকেল রিসোর্ট ষাটোর্ধ পুরুষ ও মহিলাদের স্বল্পকালীন বা দীর্ঘকালীন বিলাসবহুল আবাসনের পাশাপাশি সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকবে এ প্রকল্পের আওতায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবতী,ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান,এবং হাসপাতালের ব্যবস্থাপনা কতৃপক্ষ ও কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।