ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ ম’রণ ফাঁদে পরিণত
- আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
নিরাপদ না হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশসহ অভ্যন্তরীণ সড়কগুলো। গত ৬ মাসে জেলার বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় প্রাণ হরিয়েছেন অন্তত ৫০ জনেরও বেশি, আর আহত হয়ছে শতাধিক। যান চলাচলে চালকদের প্রতিযোগীতা, ওভার টেকিং আর মহাসড়ক দখলকেই দায়ী করছেন স্থানীয়রা।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের অংশে রয়েছে প্রায় ৭০ কিলোমিটার। ৬ মাসে মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কে অর্ধশতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ জনেরও বেশি। আর আহত শতাধিক। এ সড়কে দূরপাল্লার পরিবহন আর মোটরসাইকেলের প্রতিযোগিতা প্রতিনিয়ত চলে। অদক্ষ চালকের হাতে বাসের স্টিয়ারিং আর অপ্রাপ্তদের কাছে মোটর সাইকেল। ফলে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে হরহামেশাই। নিরাপদ সড়কের দাবী স্থানীয়দের।
অবৈধ যানচলাচল বন্ধ, গাছের গুঁড়ি ফেলে রাস্তা দখলের বিরুদ্ধে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। মহাসড়কে স্পীড গান দিয়ে গতি মাপা হলেও অভ্যন্তরীণ সড়কে তা দেখা যায় না। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে যান চালালে করা হয় জরিমানা, দেয়া হয় মামলা।
জনসচেতনতার পাশাপশি অবৈধ যান চলাচল ও সড়ক দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা বলছে স্থানীয় প্রশাসন।
সড়কে অযথা প্রাণহানি বন্ধে সব ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে সচেতন মহল।