ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র
- আপডেট সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ২০৮৮ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে শত শত গাড়ি মহাসড়কে আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল। সকাল থেকেই সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে পুলিশের গুলিতে দুই পথচারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেয়া হচ্ছে না। ফলে আটকা পড়েছে পণ্যবাহী গাড়িসহ দূরপাল্লার বাস। এদিকে বুধবার সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শর্টগানের গুলিতে শিশুসহ অন্তত ছয়জন আহত এবং সিয়াম নামে এক যুবক নিহত হন।