ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই যাত্রী নিহত হয়েছে। আর অগ্নিদগ্ধ ৯ জনসহ ২১ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার এসআই মোস্তফা কামাল বাদী হয়ে বাসের মালিক ও চালককে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলো- মতলব এক্সপ্রেস বাসের মালিক মোহাম্মদ মিজানুর রহমান এবং বাসের চালক। দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামিদের অবহেলাজনিত কারণে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসে আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, নিহত দু’জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেয়া হবে।