ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট
- আপডেট সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। ঈদযাত্রায় বাধ সাধছে টানা বৃষ্টি। তারপরও ঘরমুখো মানুষের আগ্রহে একটুও ভাটা পড়েনি। যানজট উত্তরাঞ্চলমুখী যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে। এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর কোন চাপ নেই।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত ভোর রাত ৪টা থেকে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, মহাসড়কে পরিবহনের চাপ, সেতুর উপরে একাধিক দুর্ঘটনা, গাড়ি বিকল এবং দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়া গাড়ি চালানোয় মহসড়কে যানজট বেড়েছে।
ফেরি পারাপারে যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকায় পণ্যবাহী ট্রাক পার হচ্ছে। তবে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে এই নৌরুটের যাত্রীরা।
ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় যাত্রীদের পাটুরিয়াঘাট থেকে এক থেকে দেড় কিলোমিটার আগেই নামিয়ে দেয়া হচ্ছে। ফলে বৃষ্টিতে ভিজেই ফেরিতে উঠতে হচ্ছে তাদের। বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্ক মানুষ।
গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যাত্রী ওঠা-নামা কেন্দ্র পথে পথে গাড়ি দাঁড়িয়ে থাকায় ছোট ছোট যানজট সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। পরিবহন স্বল্পতার সুযোগে ছোট ট্রাক বা পিকআপে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে
যাত্রীদের।
মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে যাত্রীবাহীবাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, জরুরি পণ্যবাহী পরিবহনসহ মোটরসাইকেল। মাওয়া ট্রাফিক পুলিশের ইনেসপেক্টর জিয়াউল হায়দার জানান, পদ্মা সেতু চালুর পর থেকে মাওয়া সড়কে আর যানজট দেখা যায়
না। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কোন ভোগান্তি ছাড়াই বাড়িতে যেতে পারে।
এসএটিভি,নিউজডেস্ক ।