ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে তীব্র যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনার পর রাজধানী অনেকটাই ফাঁকা। তবে করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই বিভিন্ন স্থান থেকে গ্রামের বাড়িতে ফিরছে হাজারো মানুষ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাকে ও পিকআপভ্যানে গাদাগাদি করে ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু থেকে নলকা পযর্ন্ত প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুসেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, ঈদের সময় ঘরে ফেরা মানুষের যেমন চাপ থাকে তেমনই ১০ দিনের ছুটির কারনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের বহনকারী যানবাহনের চাপ থাকার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে শুরু হয়ে নলকা মোড় পর্যন্ত যানজট রয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।