ঢাকা টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
- আপডেট সময় : ১২:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৫ রান।
৭ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ফলোঅন এড়াতে টাইগারদের প্রয়োজন ছিলো ২৫ রানের। যা করতে পারেনি বাংলাদেশ। ১১ রান যোগ করতেই অলআউট হয় স্বাগতিকরা। ৩৩ করে সাকিব ফিরলে ভাঙ্গে বাংলাদেশের প্রতিরোধ। সাজিদ খান ৮ উইকেট। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মমিনুলের দল। সাদমান, মাহমুদুল হাসান, নাজমুল শান্ত কিংবা হালের মমিনুল কেউই ছুঁতে পারেননি দুই অংকের ঘর। দলীয় ২৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ।