ঢাকা থেকে ২৪৩ যাত্রী নিয়ে ৬ ঘণ্টায় জাপান উড়ে গেছে
- আপডেট সময় : ০৪:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
ঢাকা থেকে ২৪৩ যাত্রী নিয়ে ৬ ঘণ্টায় জাপান উড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে। ২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি জাপানের নারিতা বিমানবন্দরে অবতরণ করে। উদ্বোধনী এই ফ্লাইটে বাংলাদেশি ছাড়াও নেপাল থেকে আসা যাত্রীরা ঢাকা হয়ে জাপানে গেছেন।
নারিতা বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটটিকে ‘ওয়াটার ক্যানন’ স্যালুট দিয়ে স্বাগত জানিয়েছে। সেইসঙ্গে ফ্লাইটের যাত্রীদেরও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।পরে সেখানে এক অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী জানান, ‘জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইট উদ্বোধনের মধ্য দিয়ে বন্ধুপ্রতীম দুই দেশের সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।এদিকে সরাসরি ঢাকায় ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত জাপান প্রবাসীরা।