ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ৪২টি ঝুকিপূর্ণ ভবন ভেঙে ফেলার পরামর্শ রাজউকের
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ৪২টি ঝুকিপূর্ণ ভবন ভেঙে ফেলার পরামর্শ দিয়েছে রাজউক। অগ্নিনির্বাপণ ঝুঁকিতে রয়েছে আরো ৭ হাজার ভবন। আর ১৯৭টি ভবন সংস্কার করলে ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব। দুপুরে নগরভবনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাশেষে সাংবাদিকদের একথা জানান দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তিনি বলেন, দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে।
নগরভবনের অদুরে বঙ্গবাজারসহ ৬ টি মার্কেট সম্প্রতি আগুনে পুড়ে যাওয়ার পর নড়েচড়ে বসে সিটি কর্পোরেশন। এমন ভয়াবহ দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার তৎপরতায় কমিটি গঠন করারও উদ্যোগ নেয়া হয়।
এরই অংশ হিসেবে অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ও এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে অংশীজনের সাথে নগরভবনে মেয়র হানিফ মিলনায়তনে তৃতীয় সভা করে দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতায় বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি জানান, ঢাকা সিটি দক্ষিণ এলাকায় অধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলতে পরামর্শ দিয়েছে রাজউক।
অগ্নিকান্ডের ঘটনাস্থলে নাশকতার কোনো যোগসূত্র পাওয়া গেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন ব্যারিষ্টার তাপস।
অগ্নিকান্ডের ঘটনাস্থলে নাশকতার কোনো যোগসূত্র পাওয়া গেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন ব্যারিষ্টার তাপস।