ঢাকা দুই সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী
- আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটির বর্ধিত এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও মশা নিধন বিভিন্ন ইস্যুতে চরম ভোগান্তিতে কথা জানান নগরবাসী। উন্নয়ন কাজের মান নিয়েও তাদের অভিযোগের অন্ত নেই। আর সিটি কর্পোরেশন বলছেন, সব ওয়ার্ডকে আধুনিকায়ন করতে মাষ্টার প্লান হাতে নেয়া হয়েছে। আর নগর বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা না থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী।
২০১২ সালের ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে।
২০১৭ সালে ১৯০ বর্গকিলোমিটারের দুই সিটি কর্পোরেশনের সাথে নতুন করে যুক্ত হয় আরো ১৮টি করে ৩৬টি ওয়ার্ড। সেই সঙ্গে নগরের পরিধি বেড়ে হয় ২৭০ বর্গকিলোমিটার। এতে বাস করছে প্রায় দুই কোটির ওপরে জনসংখ্যা।
এ দুই সিটি কর্পোরেশন ১০ টি করে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করে থাকে।
যেখানে সিটি কর্পোরেশনের পূর্বের অংশের বাসিন্দাদের নাগরিক সুবিধা উপেক্ষিত, সেখালে যুক্ত হওয়া ওয়ার্ডের বাসিন্দাদের সেবা বলাই বাহুল্য।
এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডের বেরাইদ এলাকা। রহমতুল্লা স্টেডিয়াম সড়কের চিত্র এটি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের চিত্র এটি। উন্নয়ন বঞ্চিতদের অভিযোগের অন্ত নেই।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড গৌড়নগর ইসলামবাগ এলাকা। নাগরিক সেবা বঞ্চিতদের রয়েছে নানা অভিযোগ ।
আর কাউন্সিলররা বলছেন, করোনার ভয়াবহতা ও বরাদ্দ না থাকায় উন্নয়ন করা যাচ্ছে না।
আর, সিটি কর্পোরশেন বলছে, টেকসই উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করছে । আর সে লক্ষ্যে কাজও চলছে।
নগর বিশ্লেষকরা বলছেন, ওয়ার্ড ভিক্তিক নাগরিক চাহিদা অনুযায়ী উন্নয়ন কর্মকান্ড না হলে সেবা থেকে বঞ্চিত হবেন নাগরবাসী।
পরিকল্পিত নগরায়ণ করা না গেলে নানা উন্নয়ন কর্মকান্ডে জনগনের সেবা নিশ্চিত করা যাবে না বলেও মনে করেন নগর বিশ্লেষকরা।