ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার খেলাঘরকে ৫ উইকেটে হারিয়েছে সাদা-কালোরা। মিরপুরে আগে ব্যাট করে মাত্র ১৪৮ রানে অলআউ হয় খেলাঘর।
নাজমুল অপু ও মোহাম্মদ হাফিজের বোলিং তোপে সুবিধা করতে পারেনি খেলাঘরের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৩ রান করেন নাদিফ চৌধুরী। অপু চার আর হাফিজ নেন তিন উইকেট। জবাবে ৫৯ বল হাতে রেখে জয় পায় মোহামেডান। রনি তালুকদার ও হাফিজ দ্রুত বিদায় নিলেও ইমন, সৌম্য ও আরিফুলদের ব্যাটে সহজ জয় পায় সাদা-কালোরা। ৫৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সৌম্য। ইমন ৩৬ আর ৩০ রান আসে আরিফুলের ব্যাট থেকে।