ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধারের সময় শিক্ষার্থী আদনানের সুইসাইড নোট পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীর নাম আদনান সাকিব, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলো সে। মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর তার বন্ধুরা শাহবাগ থানায় জিডি করলে পুলিশ নাম্বার ট্র্যাকিং করে তার মরদেহ উদ্ধার করে বলে জানান আদনানের সহপাঠীরা। সাকিবের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা থানার উত্তর সোনাখুলী গ্রামে।