ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১০:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৮১৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপিএ এর শর্ত শিথিল করে পরের বর্ষে উত্তীর্ণ, তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেওয়াসহ কিছু দাবিতে পরবর্তী কর্মসূচি ঠিক করতে ২৯ আগস্ট বৈঠক করবেন তারা। তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরকারি সাত কলেজের এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল ২০২২ সালে। কিন্তু ২০২৩ এ এসে চতুর্থ বর্ষের পরীক্ষার প্রস্তুতির সময় জানতে পারলেন তৃতীয় বর্ষে যে কয়েকটি সাবজেক্টে সিজিপিএ ২.৫ পাননি তাদের তৃতীয় বর্ষের সবগুলো বিষয়ের পরীক্ষা আবার দিতে হবে। সেই পরীক্ষা শুরু হবে মাত্র ১০ দিন পর থেকে। এভাবে সিজিপি এর শর্তের যাঁতাকলে, নয় মাসে রেজাল্ট পাওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বিক্ষোভ ফেটে পড়ে। রাজধানীর নীলক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুরে এক শিক্ষক প্রতিনিধি তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিতের কথা জানালেও শিক্ষার্থীরা অবস্থানে অনড় থাকেন। এরই মধ্যে সকাল থেকে আন্দোলন চলাকালে প্রচণ্ড রোদে একের পর এক অসুস্থ হতে থাকেন আন্দোলনকারীরা। কয়েকজনকে দ্রুত রিকশায় করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পরে সন্ধ্যা সাতটার দিকে পুনরায় সাত কলেজের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বৈঠকে সিজিপিএ’র শর্ত শিথিল করার সিদ্ধান্ত হয়। এর পর তাদের জানানো হয়, চতুর্থ বর্ষের জন্য প্রস্তুতি নেয়ার কথা। এই ঘোষণায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
দাবি আদায় না হলে আত্মহনন সহ পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।