ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক ও শহীদ বুদ্ধিজীবীর স্বজনরা আলোচনায় বক্তব্য রাখেন। এসময় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্বরণ করে মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরেন। পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের আগ মুহুর্তে বাঙ্গালী জাতির অগ্রযাত্রা ব্যাহত করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে বলেও জানান তারা। এখনো স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন বক্তারা।