ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে
- আপডেট সময় : ০৯:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন । তার সুচিকিৎসা নিশ্চিতে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি । মেধাবী এই শিক্ষার্থীকে দেখতে এসে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা দাবী জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এরই মাঝে ধর্ষনের শিকার মেয়েটির বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ক্যান্টনম্যাণ্ট থানায় মামলা করেছেন।
রোববার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে ধর্ষণের শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে সহপাঠীদের সহায়তায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে ডিএমসিএইচ এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চলছে তার চিকিৎসা। সোমবার ওই শিক্ষার্থীর সবশেষ শারীরীক অবস্থা ও চিকিৎসার বিষয়ে নেয়া উদ্যোগের কথা জানান হাসপাতালটির পরিচালক।
মানসিক এবং শারীরীক ভাবে আহত ওই শিক্ষার্থীকে দেখতে এসে নিজের ক্ষোভ ও মামলা সম্পর্কিত তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
দ্রুত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানান ক্যান্টনমেণ্ট জোনের এডিসি কামরুজ্জামান।