পদ্মা সেতু হয়ে, ঢাকা- ভাঙ্গা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- আপডেট সময় : ১০:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
পদ্মা বহুমুখী সেতুতে ট্রেন চলাচলের স্বপ্ন পূরণ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের। সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছায় ২ ঘণ্টা ১০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল হক সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এই ট্রেন বিশেষ উপহার
স্বপ্নজয়ের পদ্মা সেতুর আরেক স্বপ্ন এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। সড়কপথের পর এখন রেলপথ পুরোপুরি তৈরি।
চালক নুরুল হকের হাতে ১০ টা ১০ মিনিটে প্রথমবারের মতো ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ভাঙ্গার উদ্দেশ্যে পরিক্ষামুলকভাবে যাত্রা করে ট্রেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের নেতৃত্বে সাবেকমন্ত্রী, রেলওয়ে মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্যসহ পদ্মার দুই পাশের সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা ট্রেনটিতে ঢাকা থেকে ভাঙ্গা গমন করেন।
পদ্মা সেতু উদ্বোধনের এক বছর তিন মাস পর পরীক্ষামূলকভাবে কমলাপুর থেকে ভাঙ্গা অংশে চালনো হয় ট্রেন। এর মধ্য দিয়ে দেশের পশ্চিম-দক্ষিনাঞ্চলের মানুষের যোগাযোগের নবদিগন্তের দ্বার উন্মোচন হল।
প্রথম ট্রেন যাত্রায় অংশ নেয়া যাত্রীরা বলেন, অবহেলিত রেল মন্ত্রণালয়কে ঘুরে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কমলাপুর থেকে রওয়ানার ২ ঘন্টা ১০ মিনিট পর ভাঙ্গায় পৌঁছায় ট্রেনটি। পরে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, আগামী ১০ অক্টোবর কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ট্রেন যোগাযোগ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের।
ভাঙ্গা থেকে যশোরের ১৭২ কিলোমিটারের ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। ১৪টি নতুন রেলস্টেশন নির্মানও শেষ পর্যায়ে। আগামী বছরের জুনে এটি পুরোপুরি চালু হলে ঢাকা থেকে ট্রেনে যশোর যেতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা।