ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জায়গা দখল করে অবৈধ স্থাপনা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১৮৯৯ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা।
প্রশাসনের উদাসীনতায় গড়ে উঠেছে মার্কেট, কাঁচাবাজার এবং বিভিন্ন রাজনৈতিক কার্যালয়। এসব স্থাপনা ভাড়া দিয়ে দখলদাররা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে বিপুল অংকের টাকা। ময়মনসিংহ মহসড়ক অংশের ৫৫ কিলোমিটার জুড়ে দখল করেছেন প্রভাবশালীরা। এসব ঘটনায় স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। মহাসড়কের উপরেই গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড, পার্কিংসহ দোকানপাট। এতে যানজটসহ প্রতিদিন নানা দুর্ঘটনায় নাকাল স্থানীয় মানুষ।