ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইউনুস মৃধা আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে। রাতে খিলগাঁওয়ের বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু। তিনি জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।