ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে
- আপডেট সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। দুপুরে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।বলেন, নতুন আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে না।
ঢাকা মেডিকেল দেশের সবচেয়ে বড় হাসপাতাল। ২ হাজার ৬০০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি থাকেন প্রায় চার হাজার। প্রতিদিন বহির্বিভাগ চিকিৎসা নেন সাড়ে তিন থেকে চার হাজার মানুষ। করোনা রুগীদের চিকিৎসায় এগিয়ে আছে এ হাসপাতাল।
গত বছরের ২৮ জানুয়ারি কোভিড টিকা কার্যক্রম শুরু করে হাসপাতালটি। এই এক বছরে হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এসময়ে দৈনিক গড়ে পাঁচ হাজার মানুষ এখানে টিকা নিয়েছেন। এসব তথ্য তুলে ধরা হয় মতবিনিময় সভায়।
খুব শীঘ্রই এ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় টোকেন সিস্টেমে চালু করা হবেও বলে জানান তিনি।
ঢাকা মেডিকেলে করোনা রোগীদের মধ্যে ওমিক্রণ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশী। তবে অধিকাংশের অক্সিজেন লাগছে না বলে জানান কলেজের অধ্যক্ষ ।
দরিদ্র মানুষের চিকিৎসার সবচেয়ে বড় ভরসার জায়গা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সামনের দিন গুলোতে রোগীদের আরো নিবিড় সেবা দিবে এমনটাই প্রত্যাশা সবার।