ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়
- আপডেট সময় : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর ভীড়।ডেঙ্গু পজেটিভ ও গুরুতর উপসর্গ থাকলেই ভর্তি নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।প্রায় ৮০ জন শিশু ডেঙ্গু রোগী ভর্তির পাশাপশি ৫ জন শিশু রয়েছে আসিইউতে।চিকিৎসকরা বলছেন,সামান্য জ্বর দেখা দিলেই করতে হবে ডেঙ্গু পরিক্ষা নিতে হবে চিকিৎসকের পরামর্শ।
রাজধানীর শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র। বহির্বিভাগেও সারিবদ্ধভাবে চিকিৎসা চলছে জ্বরে আক্রান্ত শিশু রোগীর।
প্রথম দিকে রোগীর সংখ্যা কম থাকলেও জুনের পর তা বাড়তে থাকে। চলতি জুলাই মাসে ২০ দিনে ভর্তি হয়েছে প্রায় ২০০ শিশু। পর্যাক্রমে রোগী বেড়ে যাওয়ায় ২ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সেল হিসাবে ঘোষনা দেয় কর্তৃপক্ষ।
রোগ প্রতিরোধক্ষমতা কম থাকায় দ্রুত জটিল হয়ে পড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুরা। লক্ষ্মন দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান চিকিৎসকরা।
পরামর্শ ছাড়া ঔষধ না দিতে বলছেন চিকিৎসকরা। এর ফলে অনেক ক্ষেত্রে রোগী নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য তরল খাবার খাওয়ানোও জরুরী বলে জানান তিনি।