ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় ৩ ডজন মনোনয়ন প্রত্যাশী
- আপডেট সময় : ০৯:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
শূন্য হওয়া ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় ৩ ডজন মনোনয়ন প্রত্যাশী। সেই সাথে মনোনয়ন নিশ্চিত করতে প্রচার-প্রচারণার পাশাপাশি যোগাযোগ করছেন দলের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথেও। এদিকে, মনোনয়ন বাছাইয়ে নিজেদের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে বিবেচনায় নেবেন দলের শীর্ষ নেতৃত্ব– এমন আশা অনেকেরই। তবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম, স্থানীয়দের পছন্দ এমন প্রার্থীকেই।
মিরপুর, শাহআলী, দারুসসালাম এবং রূপনগর এলাকার আংশিক ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ১৪ আসন।
আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে এই আসনের উপ-নির্বাচন। এতে অংশ নিতে গেল ৪জুন থেকে মনোনয়ন সংগ্রহের হিড়িক পড়েছে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সবশেষ ১০ জুন পর্যন্ত দলের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী।
এদিকে, তৃণমূল থেকে শুরু করে দলের সর্বোচ্চ পর্যায়েও চেষ্টা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। তবে মনোনয়ন পাওয়া নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আগ্রহী সকলেরই প্রত্যাশা নিজেদের পক্ষেই আসবে দলের সিদ্ধান্ত।
মনোনয়ন বঞ্চিত হলেও নীতিনির্ধারকদের সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার পক্ষেই কাজ করার প্রত্যয় তাদের। এই আসনে উপ-নির্বাচনে অংশ নিচ্ছে না শক্তিশালী কোন বিরোধী দল। তাইতো প্রার্থী বা নির্বাচন নিয়ে তেমন উৎসাহ নেই স্থানীয়দের। তবে, সৎ ও যোগ্য প্রার্থীই মনোনয়ন পাবেন, এমন প্রত্যাশার কথা জানান ভোটাররা।
এরআগে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচিত সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনটি।