ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম
- আপডেট সময় : ০১:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেশিরভাগ ভোট কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি নেই। কেন্দ্রে এজেন্ট, গণমাধ্যমকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যাই বেশি। আর আওয়ামী লীগ প্রার্থী ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত বলে জানায় । এদিকে, এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন হিরো আলম।
ঢাকা ১৭ আসনের সংসদ উপ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। তবে দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।
প্রার্থীরা এ সময় এক এক করে কেন্দ্র পরিদর্শন করেন। সকাল ১১ টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত বলে জানান আওয়ামী লীগ প্রার্থী আলী আরাফাত।
জাকের পার্টির প্রার্থী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সাথে সরকারের প্রার্থীর গোপন যোগাযোগ রয়েছে।
ভোট কেন্দ্র থেকে হিরো আলমের ১২ জন এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার দাবি করেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে।
নির্বাচন সুষ্ঠু না হওয়ায় ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম মজুমদার।